নবকণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী নিহতের প্রতিবাদে ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিজয়নগর পানির ট্যাংকির মোড় থেকে শুরু করে পল্টন ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান ও গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
একই দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাযতে ইসলাম, জামায়াতে ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল।
এদিকে এ নেক্কারজনক ঘটনার প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজির উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, বুধবার চট্টগ্রামের কোনো আদালতে আইনজীবী সমিতির সদস্যরা কাজ করবেন না, আমরা জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা কাল আদালত চত্বরে হত্যার প্রতিবাদে সমাবেশ করব। এ হত্যার বিচার চাই আমরা।
ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ষড়যন্ত্রের সাথে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহব্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে জঘন্য এবং নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ।
চট্টগ্রাম ছাড়াও ফেনী, পটুয়াখালি, হাবিপ্রবি, নোবিপ্রবি সহ দেশের বিভিন্ন জায়গায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।