সপ্তম মিনহা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সপ্তম মিনহা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে সপ্তমবারের মত মিনাহ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মিনাহ গ্রুপের পৃষ্ঠপোষকতা ও আয়োজনে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে গঠন করা ১৪টি দল।

গত রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে উপস্থিত সকল দর্শককে স্বাগত জানান মিনহা গ্রূপের চেয়ারম্যান ও ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সভাপতি হাসান শাহ।

ফাইনালে প্রতিদন্দ্বিতা করেন এফ সি লা-কর্নভ ফুটবল ক্লাব ও ক্লিসি আনিয়ার ফুটবল ক্লাব। দুই দলের মধ্যকার এ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে ক্লিসি আনিয়ার ক্লাব।

ম্যাচ শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হক রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটি নেতা মান্নান আজাদ।

এসময় উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি , ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর উপদেষ্টা আব্দুল কাদির, হুমায়ুন রশীদ, হারুনুর রশীদ, জসিম উদ্দিন গিয়াস।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.