রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণের সমর্থকদের হাতে আইনজীবী খুন

রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণের সমর্থকদের হাতে আইনজীবী খুন

নবকণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আইনজীবী খুন হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তাঁরা এ সময় বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘন্টা প্রিজন ভ্যান অবরুদ্ধ রাখা হলে পুলিশ বিক্ষোভকারীদের দমাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

পরে চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপানো হয় বলে প্রত্যাক্ষদর্শীসূত্রে জানা যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় আরও আটজন চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে জেনারেল হাসপাতালে আরও ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময়কে।

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.