সিলেট নিয়ে কটুক্তি, ফ্রান্স প্রবাসীর ভাবনা 

সরোয়ার হোসেইন 

আঠারো কোটি মানুষের বাংলাদেশ,এ দেশ না একা সিলেটের না বরিশালের না চট্টগ্রামের বা খুলনার,এ দেশ আমাদের আঠারো কোটি মানুষের দেশ। আসাদ নামের কোথাকার কে তার কথায় সিলেটিদের ইজ্জত গেল গেল বলেলেই কি সিলেটের ইজ্জত চলে যাবে? সিলেট বাংলাদেশের মধ্য একটি সুনাম-ধন্য জেলা,সিলেটের নিজস্ব ইতিহাস ঐতিহ্য রয়েছে,পীর আওলিয়া,ঘুনিজন আর দেশ সেরা রাজনৈতিক মানুষের বসবাস যেমন সিলেটে ঠিক তেমনি সিলেট প্রাকৃতির এক অপূর্ব লীলাভূমি ,বালু, সিমেন্ট,গ্যাস,পাথর আর চা প্রাকৃতির সম্পদের ভরপুর সিলেটের তুলনা কি অন্য জেলার সাথে হয়?

আতাউল গণি উসমানী,কিবরিয়া,মাল,হাজী মহসিন,নুরুল ইসলাম নাহিদ,সুরঞ্জিত,সাইফুর রহমান সহ আরও অনেকে এরা কি দেশের মাথা নয়? আর বিদেশে কি নেতৃত্বে সিলেট পিছিয়ে?বৃটেনে রসনা আলী সহ তিনজন এম পি, মেয়র লুৎফর রহমান সহ কাউন্সিলর কি নেই সিলেটের?? নব নিযুক্ত আয়ার ল্যান্ডের গভর্ণর সাবেক বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী উনি ও সিলেটের কৃতি সন্তান, আসেন আমেরিকা জানেনই ত মার্কিন সিনেটর হাসিম কার্ক সিলেটের সন্তান। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন সিলেটের জ্ঞানী গুণী জন,সিলেট সব দিক দিয়ে সয়ং সম্পর্ক একটি জেলা,আপনি বাংলাদেশকে ছেড়ে সিলেট নিয়ে চিন্তা করতে পারবেন কিন্তু সিলেট ব্যতিত বাংলাদেশ অসম্পূ,সিলেটিদের বিলাস বহুল বাসা বাড়ির কথা নাই বললাম যা বিদেশকও হার মানায় এবং সিলেটিদের অনেক বিলাস বহুল ঘর বাড়ি যা সমস্ত বাংলাদেশে খুজে পাওয়া দুষ্কর।

আসাদের মতো বলদেরা বরিশাল সহ সারা বাংলাদেশে বিরাজমান আর আমরা তাদের লাই দিয়ে মাথায় তুলছি কোথাকার কে কি বলল হাইরে নাইরে বলে পাবলিক মিডিয়া তুলপার করে তাকে জিরো থেকে হিরোতে নিয়ে যাচ্ছি,যার ফলে সিলেট নিয়ে সহজেই যে কেউ কুটুক্তি করে বসে কারণ তারা জানে সিলেট নিয়ে কুটুক্তি করলে পপুলার হওয়া যায়, এসব আবালদের ইগনুর করতে হবে সেই যেই জেলার হোক এমন আচরনে নিরব থেকে তাকে বল্ক করুন দেখবেন এমনিতেই এসব বন্ধ হয়ে গেছে,এক খন্ড বাংলাদেশ হোক চৌষট্টিটি জেলার আটারো কোটি মানুষের,সবার নিজের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি আছে এই সব গুলার মিশ্রণে আমরা বাংলাদেশি আসুন সিলেটি আর বরিশালের মানুষ না হয়ে বাংলাদেশের মানুষ হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.