প্রধান উপদেষ্টা এর আয়নাঘর পরিদর্শন

আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ: ড.ইউনূস

নবকণ্ঠ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিচালিত গোপন বন্দীশালা ও নির্যাতনকেন্দ্র ‘আয়নাঘর’-কে ‘আইয়ামে জাহেলিয়াতের (অন্ধকার যুগ) প্রতিচ্ছবি’ বলে মন্তব্য করেছেন। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এই স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন।

পরিদর্শনকালে ড. ইউনূস বলেন, এখানে নৃশংসতার চিহ্ন এখনো স্পষ্ট। যা শুনেছি, তা বিশ্বাস করা কঠিন। এটা কি আমাদের সমাজ, আমাদের দেশ? যারা এখানে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মুখে বর্ণনা শুনে কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তিনি আরও যোগ করেন, বিগত সরকার আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করেছিল। সারা বাংলাদেশজুড়ে এমন টর্চার সেল ছিল। আয়নাঘর তারই একটি প্রতীক। দেশের সর্বস্তরে অবনতির চূড়ান্ত রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি।

ড. ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যুক্ত ছিলেন আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি। গত জুলাই মাসে আন্দোলনের সময় ডিজিএফআইয়ের সাদা পোশাকধারীরা যেসব কক্ষে সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলামকে আটকে রেখেছিল, সেগুলো চিহ্নিত করেন তারা। সজীব ভূঁইয়া জানান, এই কক্ষগুলোতে আমাদের মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। আজ আয়নাঘরের ভয়াবহতা জনসমক্ষে আনার চেষ্টা হচ্ছে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.