শীর্ষ নেতাদের হত্যা করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে: মিলন

ঢাকা-১২ আসনে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ গতকাল রাত ৮টায় ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল অঞ্চল জামায়াতের আয়োজনে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের নেতা সাইফুল আলম খান মিলন। তিনি আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনকে “অপশাসন-দুঃশাসন” আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, বিগত সরকার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে।

মিলন আরও বলেন, আওয়ামী লীগ সরকার তাদের শীর্ষ নেতাদের হত্যা করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। তিনি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের পরই দেশে কার্যকর নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। তার বক্তব্যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক হেমায়েত হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি জোন পরিচালক ও ঢাকা মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, তেজগাঁও উত্তরের আমীর হাফেজ আহসান উল্লাহ, হাতিরঝিল পশ্চিমের আমীর ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল থানার আমীর কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণ থানার আমীর আবু সাঈদ মণ্ডল এবং হাতিরঝিল পূর্বের সেক্রেটারি খন্দকার রুহুল আমিন প্রমুখ।

জামায়াতে ইসলামীর এই সম্মেলনে দলীয় নেতারা তাদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং পতিত ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্ম তুলে ধরে এর তীব্র সমালোচনা করেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.