

নবকণ্ঠ ডেস্কঃ রুশ বাহিনীকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করার ঘোষনা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধ অবসান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার গতদিনের পাঁচ ঘন্টা ব্যাপী বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে।
দুই দেশের মধ্যকার এই যুদ্ধ ষষ্ঠ দিনের মত চলমান রয়েছে। এখন ধীরে ধীরে রাশিয়ান বাহিনী ইউক্রেনের ভূখণ্ডের আরো গভীরে প্রবেশ করছে। এরমধ্যে রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে রাজধানী কিয়েভের বাইরে দীর্ঘ গাড়ি বহর নিয়ে হামলা চালিয়েছে পুতিন বাহিনী।
আজকে মংগলবার ইউরোপীয় পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি “কেউ ইউক্রেনীয়দের ভাংতে পারবে না, দেশ কে রক্ষা করতে প্রস্তুত প্রতিটি ইউক্রেনীয়” বলে প্রত্যয় ব্যক্ত করেন।
রাশিয়ান সেনাবাহিনী মংগলবার ক্রিমিয়ার কাছে দক্ষিণ ইউক্রেনের শহর খেরসান পৌঁছেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এছাড়াও রাশিয়ান সেনাবাহিনী দেশটির আরও বেশ কয়েকটি শহরে চেকপয়েন্ট স্থাপন করেছে বলে জানা গেছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি খারকিভের হামলাকে যুদ্ধাপরাধ বলে স্বীকৃতি দেয়ার দাবী জানানোর প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং সেখানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করার পরিকল্পনা করেছে।
প্রায় ৬ হাজার রাশিয়ান সৈন্য নিহত হবার দাবী করেছে ইউক্রেন। তবে এসব হতাহতের বিষয়ে মস্কোর কোনো বিবৃতি পাওয়া যায় নি। অপরদিকে ইউক্রেনের স্নেক আইল্যান্ডের দায়িত্বে থাকা ১৩ সেনাকে আটক করেছে রুশ বাহিনী। তাদের প্রথমে নিহত মনে করলেও পরে রুশ বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে তাদের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রায় ৬ লাখ ইউক্রেনীয় শরণার্থী পোল্যান্ড, মলদোভা ও রোমানিয়ায় আশ্রয়ের জন্য জড়ো হয়েছে। পোল্যান্ডে প্রবেশের জন্য ৬০ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
অপরদিকে পোল্যান্ড সীমান্তে আফ্রিকান লোকজনকে কালো হওয়ার দায়ে পুশব্যাক করার খবরও পাওয়া গেছে। রোমানিয়ান সীমান্তে ২০ কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন অপেক্ষমান রয়েছে।
জার্মানী ও আমেরিকায় রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রয়েছে। অন্য দিকে রাশিয়াকে একমাত্র প্রচ্ছন্ন সমর্থন দিয়েছেন আরেক একনায়ক কোরিয়ান নেতা কিম জং উন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।