নবকণ্ঠ ডেস্কঃ শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ চালু করা হয়েছে। আজ এটি উদ্বোধন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রবাসী শ্রমিকদের জন্য এটিই প্রথম লাউঞ্জ। এখানে প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জায়গা, সুলভ মূল্যে খাবার, ইন্টারনেট এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ সেবা প্রদান করা হবে।
এটি উদ্ভোধনকালে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রবাসী শ্রমিকেরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তাঁরা বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা তাঁদের কাছে সব সময় কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাঁদের (প্রবাসী শ্রমিকদের) ভ্রমণকে সহজ করবে।
উল্লেখ্য প্রধান উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই লাউঞ্জ প্রতিষ্ঠার কাজটি সম্পন্ন করেছে। সহায়তা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। লাউঞ্জ ছাড়াও বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১০০ জন সহায়তা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। আরো ১০০ জনকে নিয়োগ দেয়া হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আসিফ নজরুল জন্মভূমির জন্য আত্মত্যাগ করা প্রবাসী শ্রমিক ও কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিমানবন্দরে ড্রপ-অফ অঞ্চলে যাত্রী ও পরিবারের সদস্যদের বিশ্রামের জন্য মন্ত্রণালয়ের অনুরোধে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রায় এক হাজার আসন বিশিষ্ট আরেকটি লাউঞ্জের ব্যবস্থা করছেন। এটি চালু হবে আগামী সাত দিনের মধ্যে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।