নবকণ্ঠ ডেস্কঃ গত ৩ ই নভেম্বর(রবিবার) প্যারিস-১০ এর এসকে মিলনায়াতনে ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। দূর প্রবাসে বসবাসরত ঢাকা বিভাগের মানুষের মাঝে সৌহার্দ ও সম্প্রিতি বৃদ্ধির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জনাব আহসানুল হক বুলু এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব জনাব সিরাজুল ইসলাম মিয়া। এসময় সভাপতি জনাব আহসানুল হক বুলু উক্ত সভার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন।
সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে ঢাকা বিভাগের ১৩ টি জেলার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে আগামী সম্মেলনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গুলোর মধ্যে রয়েছে, প্রতি জেলা থেকে আরও তিনজন করে প্রতিনিধি নিয়োগ এবং তা আগামী ৩ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির নিকট এই নামের তালিকা পেশ করার জন্য বলা হয়েছে। এটি নিয়ে প্রতি জেলায় ৫জন করে প্রতিনিধি নির্ধারণ করা হলো।
এই প্রতিনিধিগনই আগামী সম্মেলনে নির্বাহী কমিটির সদস্য হিসেবে গন্য হইবেন। আগামী কয়েকদিনের মধ্যে সাধারণ সদস্য পদে সদস্য সংগ্রহের কাজ শুরু হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রতিনিধিবৃন্দ আহ্বায়ক কমিটিকে সর্ববিধ সহযোগীতার আশ্বাসের পুনরুক্তি করেন ।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।