নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান সাংগঠনিক ও রাজনৈতিক সফরে লন্ডনে পৌঁছেছেন। জানা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান গতকাল স্থানীয় সময় বিকাল ৪ টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডনের হিথরো এয়ারপোর্টে অবতরণ করেছেন। এসময় এয়ারপোর্টে তাৎক্ষণিকভাবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আমীরে জামায়াতকে অভ্যর্থনা জানান জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিষ্টার আবু বকর মোল্লা ও বৃটেনের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এ সময় তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানান এবং আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া করেন। এ সময় বিমানবন্দরে বিপুল সংখ্যক বাংলাদেশি তাকে স্বাগত জানাতে ভিড় করেন।
জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিষ্টার আবু বকর মোল্লা জানান, আগামী ১৭ নভেন্বর তিনি লন্ডনে অবস্থিত বাংলাদেশীদের দেয়া গণসংবর্ধনায় বক্তব্য রাখবেন।
এ ছাড়াও জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান লন্ডনে ব্যস্ত সময় কাটাবেন। তিনি ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।