প্যারিসে নবাগত বাংলাদেশী সুপারমার্কেট সেন্ট-ডেনিস সুপার মাখসে'র যাত্রা শুরু
প্যারিসে নবাগত বাংলাদেশী সুপারমার্কেট সেন্ট-ডেনিস সুপার মাখসে'র যাত্রা শুরু
প্যারিসে নবাগত বাংলাদেশী সুপারমার্কেট সেন্ট-ডেনিস সুপার মাখসে’র যাত্রা শুরু

এন আই মাহমুদ : ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন সেন্ট-ডেনিস সুপার মাখসে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হল ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে।

বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত সেন্ট-ডেনিস এলাকায় গত রবিবার এ সুপার মার্কেটের উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব এম এ তাহের, লায়েস আহমেদ, আতিক মিয়া, আজাদ আহমেদ, আফসার আলী ইমন, কামরুল ইসলাম, সুমন মিয়া, আবদুল মতিন, এনামূল হক, দেলওয়ার খাঁন এবং সহিদুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আব্দুরব রানা, সাইদুল, ইকবাল হোসেন আলী, রেজাউল করিম রেজা ও মির্জা সুমন।
প্রতিষ্ঠানের পরিচালক বলেন, যাবতীয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেশি সবজি, দেশি মাছ, মাংস সহ গ্রোসারি পণ্য সুলভ মূল্যে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দেয়া হবে। প্রতিষ্ঠানের সফলতা ধরে রাখতে অবশ্যই সকল পণ্য শতভাগ সঠিক ওজন এবং তরতাজা পরিবেশন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এমন উদ্যোগের ফলে বাংলাদেশিদের দৈনন্দিন কেনাকাটা ব্যাপক সহজ হবে উচ্ছাস প্রকাশ করেন।
এসময় ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ডেনিস সুপার মাখসে’র সফলতা কামনা করেন।
এ সময় প্রতিষ্ঠানের ভবিষ্যত মঙ্গল কামনা করে মোনাজাত করেন হাফেজ কারি ছায়েফ উদ্দিন।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.