"দেশটা তোমার বাপের নাকি" গেয়ে প্রসংশায় ভাসছেন শিল্পী রুকসার রহমান

“দেশটা তোমার বাপের নাকি” গেয়ে প্রসংশায় ভাসছেন শিল্পী রুকসার রহমান

নবকণ্ঠ ডেস্কঃ ফ্যাসিষ্ঠ হাসিনাকে হঠাতে ছাত্রদের পাশাপাশি সব শ্রেণীর মানুষ ছিলো রাজপথে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যেমন গান কবিতা গেয়ে মুক্তিবাহিনীকে সাহস যুগিয়েছে ঠিক তেমনি ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্রদের গান গেয়ে উজ্জীবিত করেছেন শিল্পীরা।

গান কবিতায় ছাত্রদের উৎসাহ ও সাহস জাগানিয়াদের প্রশংসা এখন চারদিকে। বিপ্লবের প্রাক্কালে সবচেয়ে আলোচিত যে গানটি ছিল, “দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা?” ইথন বাবুর কথায় প্রথম গানটি গেয়েছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী রুকসার রহমান।

২০২২ সালের ৩ ডিসেম্বর প্রথম গানটি রুকসার গেয়েছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সমাবেশে
২০২২ সালের ৩ ডিসেম্বর প্রথম গানটি রুকসার গেয়েছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সমাবেশে

মূলত ২০২২ সালের ৩ ডিসেম্বর প্রথম গানটি রুকসার গেয়েছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সমাবেশে।

নবকণ্ঠ প্রতিবেদকের সাথে আলাপকালে রুকসার জানান, এ গানটি সারা বাংলাদেশের মানুষদের সাহস যুগিয়েছে। একজন শিল্পীর এটি সবচেয়ে বড় কৃতিত্ব বলে তিনি জানান দেশের ক্রান্তিকালে তিনি কিছুটা অবদান রাখতে পেরেছেন এটাই সবচেয়ে বড় পাওয়া।

এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে “দে দে জেল ভেঙে দে” গানটি গেয়ে সে সময় হাসিনা সরকারের রোষানলে পড়েছিলেন। সরকারের বিভিন্ন মহল থেকে হুমকি এবং বিশেষ করে পুলিশ কর্তৃক মানসিক নির্যাতন ছিল ভয়াবহ।

পুলিশের ভয়ে ১৫ বছরে ১৭ বার তিনি বাসা পরিবর্তন করেছেন। রুকসার বলেন দেশ স্বাধীন হয়েছে। বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন দেশের মানুষ মুক্তি পেয়েছে। তিনি বলেন আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে এটি প্রত্যাশা।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.