ইসলামের আলোকে জীবন পরিচালনাই দুনিয়া ও আখেরাতে মুক্তি: হাফিজ মাও. আব্দুর রহিম

ইসলামের আলোকে জীবন পরিচালনাই দুনিয়া ও আখেরাতে মুক্তি: হাফিজ মাও. আব্দুর রহিম

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে অবস্থানরত কানাইঘাট উপজেলার প্রবাসীদের উদ্যোগে সিলেটের ঐতিহ্যবাহী গাছবাড়ী কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুর রহিম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিপুল সংখ্যক কানাইঘাট প্রবাসীদের উপস্থিতিতে হাফিজ মঈন উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন হাফিজ এখলাছুর রহমান।

ম্যালডিয়াস কালচারাল গ্রূপের পরিবেশনায় এসময় ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি মসজিদের পরিচালক জালাল আহমদ , এখলাছুর রহমান , কামিল আহমদ , বদরুল ইসলাম সহ কমিনিটির নেতৃবৃন্দ।

এসময় হাফিজ মাওলানা আব্দুর রহিম কানাইঘাটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি তার বক্তব্যে বলেন প্রবাসে আমরা যেখানেই থাকি আমরা যেন ইসলামের আলোকে জীবন পরিচালিত করি।দেশে মা বাবার প্রতি যত্ন নেয়ার প্রতি অধিক গুরত্বআরোপ করে বলেন কাজ বা ব্যবসা যাই করি না কেন সবসময় আমাদের স্মরণ রাখতে হবে আমরা মুসলামানের সন্তান। মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক স্থাপনের ও তাগিদ দেন তিনি।

-১৯১

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.