নবকণ্ঠ ডেস্কঃ খুলনার শিববাড়ি মোড় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির মধ্য দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে শিববাড়ি মোড়ে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের সমর্থকদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। অন্যদিকে, কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষে আহত হন কয়েকজন।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় শিববাড়ি মোড়ে একই সময়ে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের সমাবেশ শুরু হয়। উভয় পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে এলাকাটি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদলের সাথে বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। রাত ১১টার দিকে উভয় পক্ষ স্থান ত্যাগ করলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতা জারি রাখে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত ছিল।
এর আগে মঙ্গলবার দুপুর দেড়টায় কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” স্লোগান দিয়ে হলগুলো প্রদক্ষিণ করলে কেন্দ্রীয় মসজিদের সামনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। বহিরাগতদের একাংশের যোগদানে সহিংসতা ছড়িয়ে পড়ে, যাতে আহত হন কয়েক শিক্ষার্থী। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই ঘটনার পর পুলিশ, সেনা ও নৌবাহিনী ক্যাম্পাসে এলে ছাত্ররা গেট বন্ধ করে দেয়। সেনাবাহিনী আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নেয়।
কুয়েট কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। তবে রাজনৈতিক সংঘাত ও ক্যাম্পাসের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।