নবকণ্ঠ ডেস্কঃ ঢাকায় জামায়াতে ইসলামীর এক বিক্ষোভ সমাবেশে দলটির আমির শফিকুর রহমান নেতৃত্বে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফেরতের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এই সমাবেশে শফিকুর রহমান সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি না মানলে রাজপথে আন্দোলন তীব্র হবে। ফ্যাসিবাদী জুলুমের পতন ঘটবেই।”
শফিকুর রহমানের বক্তব্যে উঠে আসে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় আটক বেশিরভাগ রাজনৈতিক নেতা মুক্তি পেলেও জামায়াতের সাবেক নেতা আজহারুল ইসলামকে কারাগারে রাখাকে “রাজনৈতিক বৈষম্য” বলে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন নীতির প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু আজহারুল ইসলামের মুক্তি না দিয়ে তারা সেই আশায় পানি ঢেলেছে।” এ প্রসঙ্গে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান, “অনতিবিলম্বে আজহারুল ইসলামসৈনিকতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্তি দিতে হবে।”
জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, সরকার যদি দলের নিবন্ধন ও প্রতীক ফেরত না দেয়, তাহলে সংগঠিত আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করা হবে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, “ইতিহাস প্রমাণ করেছে, ফ্যাসিবাদী শাসন টেকসই নয়। জনগণের সংগ্রামই এর সমাধান।”
প্রসঙ্গত, নির্বাচনী আইন সংশোধন ও নিবন্ধন বাতিলের পর জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার মুখে। এটিএম আজহারুল ইসলামসহ একাধিক নেতার কারাবন্দি অবস্থা নিয়ে দলটির অভিযোগ, সরকার বিরোধী দলীয় ভিন্নমত দমনে নিরন্তর চেষ্টা চালাচ্ছে। শফিকুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপের ইঙ্গিত দিচ্ছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।