নবকণ্ঠ ডেস্কঃ কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে বিএনপির জেলা শাখার আয়োজিত এক বিশাল সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ দাবি করেন। সোমবার বিকালে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি দাবি করেন, ‘‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আর এর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগকে হত্যা করেছেন। তিনি পৃথিবীর নিকৃষ্টতম ও জাতিসংঘ স্বীকৃত খুনি।
সালাউদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডিসেম্বরের আগে নির্বাচনের ঘোষণার কথা স্মরণ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তিনি বলেন, ‘‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মানুষ রক্ত দিয়েছে। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’’ সমাবেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী চক্রের ষড়যন্ত্র মোকাবিলা ও দ্রুত নির্বাচনের দাবি তুলে ধরা হয়।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সাবেক এমপি লুৎফুর রহমান কাজল প্রমুখ। গত ১৬ বছরে কক্সবাজারে এটিই বিএনপির সবচেয়ে বড় সমাবেশ বলে দাবি করা হয়। জেলার ৯ উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপির এই সমাবেশ দলটির সক্রিয়তা ও নির্বাচনের প্রতি চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।