মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী

নবকণ্ঠ ডেস্কঃ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে প্রত্যাবাসন কর্মসূচির সময়সীমা। গত বুধবার (১২ মার্চ) এক বিবৃতিতে তিনি জানান, এ কর্মসূচির আওতায় ইতিমধ্যে ২ লাখ ৪৬ হাজার ৭৩২ জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরেছেন। এদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার ও পাকিস্তানের নাগরিকরা রয়েছেন সর্বাধিক সংখ্যক।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে শুরু হওয়া বিশেষ অভিযানের মূল লক্ষ্য আন্তঃসীমান্ত অপরাধ দমন ও মালয়েশিয়ার জলসীমায় অবৈধ অনুপ্রবেশ রোধ করা। এ লক্ষ্যে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি অবৈধভাবে দেশত্যাগের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি, বৈধতা ছাড়া কর্মরত বা অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে অভিবাসন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান সোমবার জানান, ২০২৪ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১৫টি দেশের অবৈধ অভিবাসী এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। বর্তমানে মালয়েশিয়ায় সক্রিয় বিদেশি শ্রমিকের সংখ্যা ২৩ লাখ। অবৈধ প্রবেশ বা অবস্থানের শাস্তি হিসেবে ৫০০ রিঙ্গিত এবং পাস শর্ত ভঙ্গের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে স্বদেশ ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

প্রত্যাবাসন কর্মসূচিতে ফিরে আসা বাংলাদেশিদের সঠিক সংখ্যা প্রকাশ না হলেও সূত্রমতে, এদের অধিকাংশই নথিবিহীন বা বেকার। অনেকেই ‘কলিং ভিসা’র লোভে মালয়েশিয়া এসে কাজ না পেয়ে ফিরছেন। কিছু প্রতিষ্ঠান ‘ফ্রি ভিসা’র প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে গিয়ে শোষণ করছে বলে অভিযোগ রয়েছে। চলতি কর্মসূচির আওতায় আরও বেশি অবৈধ অভিবাসীকে স্বদেশ ফেরার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার সরকার।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.