হাসিনার পতনে প্যারিসে বিজয়োল্লাস

হাসিনার পলায়নে প্যারিসে বিজয়োল্লাস

নবকণ্ঠ ডেস্কঃপ্রায় সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হাসিনার পদত্যাগ এবং তার বোন রেহানা সহ দেশত্যাগের খবরে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রবাসীরা। এসময় দেশের জাতীয় পতাকা হাতে তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। প্যারিসের মানবাধিকার চত্বর খ্যাত রিপাবলিকে কড়া নিরাপত্তার মধ্যে এই বিজয় উল্লাস করেছে ফ্রান্স প্রবাসীরা।

স্থানীয় সময় বিকাল ৫টার আগেই প্যারিস ও আশপাশর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এসে জড়ো হন কয়েক হাজার মানুষ। এ সময় কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো মাথায় জাতীয় পতাকা বাঁধা, কেউ উড়ান আবির, লাগিয়ে দেন একে-অপরকে।

কেউ কেউ দীর্ঘদিনের ক্ষোভ ঝেড়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। নারী-পুরুষ সকলে নির্বিশেষে এই বিজয় উল্লাসে অংশ নেন।

আইসার পরিচালক ওবায়দুল্লাহ কয়েসের পরিচালনায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়। আইসার পরিচালক ওবায়দুল্লাহ কয়েসের আবেদনের প্রেক্ষিতে অলিম্পিকের কড়াকড়ির সময়েও রিপাবলিকে বিজয় মিছিল করার অনুমতি দেয় প্রশাসন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোস্যাল অ্যাক্টিভিস্ট ও মানবধিকার কর্মী পিনাকী ভট্টাচার্য। তিনি উচ্ছাস প্রকাশ করে বলেন, বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি আরও বলেন, একাত্তরে বিজয়কে বলা ভারতের অনুগ্রহে পাওয়া কিন্তু ২০২৪ এর এ বিজয় কারো অনুগ্রহে নয়।বাংলাদেশের মানুষ নিজের শক্তিতে এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতারিত করেছে।

অধিকাংশ প্রবাসীরা একে হাসিনার ভয়ঙ্কর শাসনের পতন বলে উচ্ছাস প্রকাশ করেন। আনন্দ উল্লাসের পাশাপাশি জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এ সময় ‌‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে প্যারিস নগরী।

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.