নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের জনপ্রিয় নিউজ পোর্টাল নবকন্ঠ আয়োজিত নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্টে এর প্রথম রাউন্ডে গত রবিবার বিজয়ী হয়েছে ক্রিকেট লাভার্স ও ইউরো ব্যাঙ্গল ক্রিকেট ক্লাব। গত রবিবার অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট।
বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমীদের উপস্থিটিতে জমজমাট এ টুর্নামেন্টে দিত্বীয় দিনের ৩য় ম্যাচে টসে জয় লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ক্রিকেট লাভারস। ৯ অভার ২ বলে সব উইকেট হারিয়ে দলীয় রান সংগ্রহ করে ৯৬। ক্রিকেট লাভারস এর ওলি করেন ব্যক্তিগত ৪১।
জবাবে ব্যাট করতে নেমে বি সি সি এফ সব উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। বি সি সি এফ এর বিজয় করেন দুরদান্ত ৩৮ রান।
দিনের ২ য় খেলায় ব্যাট করতে নেমে ফ্রাইডে ক্রিকেট করে ১০৯। আজাদ করেন ৩৭ রান।জবাবে ইউরো ব্যাঙ্গল ক্রিকেট ক্লাব ৫ বল হাতে রেখেই বিজয়ী হয়।
শাহ গ্রুপের পরিবেশনায় এ টুর্নামেন্টের ৬ আগস্ট ১০ টা’র ম্যাচে মুখোমুখি হবে রোজনী ক্রিকেট ক্লাব ও ফ্রেন্ডস জোন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।