

নবকণ্ঠ ডেস্কঃ করোনার নতুন রূপ অমিক্রন এর মধ্যেই পৃথিবীর প্রায় প্রত্যেক কোণায় ই ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্টটি ইতোমধ্যেই যুক্তরাজ্য, আইসল্যান্ড, ইন্ডিয়া সহ আরো প্রায় কয়েকডজন দেশে শনাক্ত হয়েছে।
এই ভ্যারিয়েন্টের প্রাথমিক তথ্য অনুসারে বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চাইতেও বেশি সংক্রামক হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের জনস্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে সতর্কতা জারি করে বলেছে যে, কয়েক মাসের মধ্যে ইউরোপের সমস্ত কোভিড কেসের অর্ধেকেরও বেশির জন্য অমিক্রন দায়ী হতে পারে।
বিজ্ঞানীরা ও আশংকা জানিয়ে বলেছে যে, ২০২২ সালের প্রথমদিকে এটি বেশি প্রভাবশালী হয়ে উঠবে।
তাই বর্তমানে সকল দেশের প্রধান লক্ষ্য হচ্ছে অমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং যতটা সম্ভব অমিক্রনের প্রভাব কমিয়ে আনা।
লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যত বেশি সম্ভব করোনা টেস্টের ব্যবস্থা এবং বুস্টার ডোজ ক্যাম্পেইনের ব্যবস্থা করছে। এদিকে দক্ষিণ কোরিয়া আবার ও সকল বিদেশি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। জার্মানি তার দেশের টিকা না নেওয়া ব্যাক্তিদের জন্য কঠোর নিষেধাজ্ঞা প্রদান করেছে এবং দেশব্যাপী টিকা গ্রহণ বাধ্যতামূলক করার কথা ভাবছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।