ওমানে রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ স্কুলের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ওমানে রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ স্কুলের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নবকণ্ঠ ডেস্কঃ ওমানে অবস্থিত বাংলাদেশ স্কুল এর প্রতিনিধি দল গত ২৯ আগস্ট ওমানে নিযুক্ত সম্মানিত রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ স্কুল এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ স্কুলের বোর্ড অব ডাইরেক্টর এর সদস্যদের মধ্যে মোহাম্মদ ইকবাল,ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বিশ্বাস, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মজুমদার এ সাক্ষাতে উপস্থিত ছিলেন।

এসময় ওমানে প্রবাসী বাংলাদেশী সন্তানদের পড়াশোনার মান উন্নয়নে মাস্কাটে অবস্থিত বাংলাদেশি স্কুলে সহ ৪ টি ব্রাঞ্চ স্কুলের নতুন জায়গা বরাদ্ধ,ভবন নির্মাণের তহবিল সংগ্রহ ও যোগ্য প্রিন্সিপাল নিয়োগ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশ দুতাবাসে আলোচনা করা হয়। আলোচনায় স্কুলের বর্তমান অবস্থা, ভবিষ্যত পরিকল্পনা, এবং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বিষয় সম্মানিত রাষ্ট্রদূতের কাছে তুলে ধরা হয়।

দীর্ঘ সময় আলোচনা শেষে সম্মানিত রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলাম স্কুলের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন ও নতুন জায়গা ও ভবন নির্মাণের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রতিক বাংলাদেশে বন্যা আক্রান্ত এলাকায় বন্যার্তদের মাঝে প্রবাসীদের সরকারী কোষাগারে সহযোগিতার জন্য আহ্বান জানান।

সাক্ষাতের সময়, রাষ্ট্রদূত স্কুলের উন্নয়নের জন্য তার পূর্ণ সমর্থনের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করার ওপর জোর দেন। তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.