প্রবাসীদের সকল সমস্যা সমাধানে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষন করবে জামাত: ডা. শফিকুর রহমান

প্রবাসীদের সমস্যা সমাধানে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষন করবে জামাত: ডা. শফিকুর রহমান

নবকণ্ঠ ডেস্কঃ প্রবাসীদের বিদ্যমান সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট উপদেষ্টাদের, বিশেষ করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ জামাত ইসলামী বলে আশ্বাস দিলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
ঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর মগবাজারস্থ প্রধান কার্যালয়ে আমির-এ জামাতের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপ থেকে প্রকাশিত নবকণ্ঠ নিউজ পোর্টালের প্রধান সম্পাদক এন আই মাহমুদ। সাক্ষাতে আমির-এ জামাত ডা. শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের চিত্র তুলে ধরেন তিনি। পশ্চিমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে শুরু করে সুদূর দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও কম্বোডিয়াতে অবস্থানরত প্রবাসীদের নানা সমস্যার জন্য বিগত ১৩ বছরে বিগত সরকারের নানা দপ্তরে মন্ত্রী-এমপি ও সচিবদের দৃষ্টি আকর্ষণে প্রচুর সময় শক্তি নিয়োগ করেও মূলত আশ্বাসের শব্দাবলী ছাড়া আর কিছুই পাওয়া যায় নি বলে আক্ষেপ করেন তিনি।

এ সময় মি. মাহমুদ ইউরোপের ব্যাবসায়ী সংগঠন “ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন” এর পক্ষ থেকে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা সংক্রান্ত ৩০ টি দাবী সম্বলিত আবেদন পত্র আমীর এর হাতে তুলে দেন। দাবী সমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল, প্রবাসীদের লাশ রাষ্ট্রীর খরচে দেশে প্রেরণ, ই-পাসপোর্ট কার্যক্রম, এনআইডি সংশোধন, আমদানী-রপ্তানী সিন্ডিকেট জটিলতা, বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস চালু করা, প্রবাসী ঋণ, বিএমইটি কার্ড, ওয়েজ আর্নারস বোর্ড এবং বিমানবন্দরে প্রয়োজনীয় নানা সংষ্কার বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

এতে আমীর-এ জামাত প্রবাসীদের এ সকল অবস্থার খুটিনাতি বিস্তারিত জানার পর সহমর্মীতা প্রকাশ করেন। বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের খুটিনাটি নিয়ে আলাপ করেন। তিনি বলেন, তার ও তার দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপদেষ্টাবৃন্দ ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে বিষয়গুলো উপস্থাপনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেবেন তিনি। এ ছাড়াও তিনি জামাত ইসলামী নির্বাচিত হলে প্রবাসীদের এ সকল সমস্যাদি মানবিক দায়িত্ব হিসেবে দেখবেন ও এর পক্ষে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।

আমীর-এ জামাত আন্দোলনে প্রবাসীদের ঐক্যবদ্ধ নেটওয়ার্কিং এর ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “স্বৈরাচার পতনের আন্দোলনে প্রবাসে বসেও আন্দোলন করে দেশপ্রেম ও দেশ গঠনে যে কত বড় ভূমিকা রাখা যায়, তার প্রমান প্রবাসী ভাইরা দিয়েছেন।” তাদের অধিকার ও সমস্যাদির সমাধান করার দায়িত্ব গুলো নাগরিক অধিকার হিসেবেই নেয়া উচিৎ এবং প্রধান উপদেষ্টা ঠিক সেটাই করছেন বলে মন্তব্য করেন তিনি। তাই উত্থাপিত দাবিসমূহকে প্রফেসর ইউনুস গুরুত্বের সাথে দেখবেন বলে আশা প্রকাশ করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

One Reply to “প্রবাসীদের সমস্যা সমাধানে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষন করবে জামাত: ডা. শফিকুর রহমান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.