গার সারসেল ফুটবল একাদশ চ্যাম্পিয়ান।
ফ্রান্সে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে মিনহা গ্রূপের আয়োজনে অনুষ্ঠিত হলো মিনহা কাপ ফুটবল টুর্নামেন্ট। ৬ টি বাংলাদেশী ফুটবল ক্লাবের অংশগ্রহণে এ টুর্নামেন্ট আনন্দ মেলায় পরিণত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন মিনহা গ্রূপের চেয়ারম্যান হাসান শাহ।
টুর্নামেন্টে গোলাপগঞ্জ স্পোটিং ক্লাব , বিয়ানীবাজার ফুটবল একাদশ , জকিগঞ্জ ঐক্য পরিষদ ফুটবল একাদশ , বাংলাদেশ শ্রমিক গ্রূপ ফ্রান্স , ইলেভেন ষ্টার ফুটবল একাদশ, গার সারসেল ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় বাংলাদেশ শ্রমিক গ্রূপকে হারিয়ে শিরোপা যেতে গার সারসেল ফুটবল একাদশ।
এসময় টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির সভাপতি সোহেল আহমদ, প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার ঐক্য পরিষদ এর সভাপতি ফয়জুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক গ্রূপের উপদেষ্টা রবিন চৌধুরী , ফ্রান্স বাংলাদেশ শ্রমিক গ্রূপের উপদেষ্টা মোহাম্মদ পাটোয়ারী ,বিয়ানীবাজার ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক মাসুম আহমদ , গোলাপগঞ্জ স্পোটিং ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন , মিনহা গ্রূপের ডিরেক্টর ইসফাক আহমদ রাজু ,জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ , বাংলাদেশ শ্রমিক গ্রূপের সেক্রেটারি সাহেদ আহমদ , বিয়ানীবাজার ঐক্য পরিষদের সহসভাপতি নূর আহমদ, সহসভাপতি জাবুল আহমদ , সাংগঠনিক সম্পাদক আলি শাহ ,সাহেদ আহমদ , কয়েছ আহমদ সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন জকিগঞ্জ ঐক্য পরিষদ এর উপদেষ্টা আব্দুল কুদ্দুস । খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফ্রান্সে নিবন্দিত রেফারি ফিলিপ্স ও সহযোগিতায় ছিলেন মুখতার ও এডামস।
এসময় মিনহা গ্রূপের চেয়ারম্যান হাসান শাহ ফ্রান্সের সকল ক্রীড়াপ্রেমীদের প্রতি শুভেচ্ছা জানান।