বাদল মিয়া দীর্ঘদিন যাবত ফ্রান্সে বসবাস করে আসছেন। তিনি ফ্রান্স আওয়ামীলীগ পর্যটন বিষয়ক সম্পাদক ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজনগর সমাজ কল্যান সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি ।
তিনি গত সেপ্টেম্বর মাসে ফ্রান্স থেকে দেশে যান,দীর্ঘ চার মাস তিনি দেশে অবস্থান করেন,দেশে থাকাকালীন অবস্থায়,তার পার্শ্ববর্তী গ্রামের প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে,ওই ব্যক্তি বাদল মিয়া বিরুদ্ধে রাজনগর থানার ওসি নজরুলকে অর্থের বিনিময়ে বাদল মিয়ার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন।
উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাদল মিয়া জানান,তার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওসির কাছে গেলে,ওসি নজরুল, উল্টো বাদল মিয়া কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে,বিবাদী বিরুদ্ধে দুটি মামলা করান।
ফ্রান্স প্রবাসী বাদল মিয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও বিবাদীর সাথে মীমাংসার কথা জানালে ওসি নজরুল, পাচঁলক্ষ টাকা দাবি করেন ভুক্তভোগী বাদল মিয়া কাছে ।
ওসি নজরুলের হয়রানির কারনে, বর্তমানে বাদল মিয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটাই দাবি করেন সংবাদ সম্মেলনে।