জিয়াউল হক জুমন, মাদ্রিদ
ইউরোপে বসবাসরত বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে।
৮ই জানুয়ারি শনিবার মাদ্রিদে একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে আয়োজিত সম্মেলন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলা বিভাগীয় প্রধান খালেদ মুহিউদ্দীন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব লাবণ্য চৌধুরীর পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন স্পেন ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত কমিউনিটির নেতৃবৃন্দ।

সাংবাদিক সংগঠক হিসাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু তাহির ও ইউরোপে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শাওন আহমদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে স্পেনের বাংলাদেশী কমিউনিটির কয়েকজন নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।
পরে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এনটিভির আয়ারল্যান্ড প্রতিনিধি জাহিদ মোমিন চৌধুরীকে সভাপতি এবং ডিবিসি,র স্পেন প্রতিনিধি বকুল খান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।
একাত্তর টেলিভিশনের ইতালি প্রতিনিধি লাবণ্য চৌধুরীকে জ্যৈষ্ঠ সহসভাপতি ও এনটিভি ফ্রান্স ব্যারোচিফ নয়ন মামুন কে প্রথম যুগ্মসাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অস্ট্রিয়া এনটিভি প্রতিনিধি সোহেল চৌধুরীকে নির্বাচিত করা হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাননে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এসময় অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ইউরোপে বাংলাদেশী সাংবাদিকদের ইতিবাচক প্রচারণার ফলে দেশের বাইরে বাংলাদেশী কমিউনিটি শক্তিশালী হচ্ছে।