নবকণ্ঠ ডেস্কঃ ইউরোপে বাংলাদেশী পণ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে ওয়াক গ্রুপ। অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে দেশী পণ্যের বাজারজাত করার কৌশলে মেধা ও শ্রম বিনিয়োগ করে চলেছে গ্রুপটি।
ফ্রান্সের প্যারিসে এবারের SIAL প্রদর্শনীতে অংশ নিয়ে উদ্বোধনী দিনে ওয়াক গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ওয়াক গ্রুপ বাংলাদেশের প্রতিষ্ঠিত কোম্পানী আকিজ গ্রুপ ও কাজী ফার্মস এর পণ্য ইউরোপে বসবাসরত বাংলাদেশীদের চাহিদা মেটানোর পাশাপাশি ইউরোপীয়দের হাতে পৌঁছানোর জন্য সদুর প্রসারী পরিকল্পনা অনুসারে কাজ শুরু করেছে।
এ উদ্যোগের অংশ হিসেবে, এবারের SIAL ফেয়ারে অংশগ্রহন করেছে গ্রুপটি। এ মেলায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার সহ, এসিআই ও আকিজ ফুডস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা আজ সকালে উদ্বোধন করেন ফরাসী কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্দে। মেলায় ৩ লক্ষাধিক দর্শনার্থী আসার সম্ভাবনা রয়েছে। ২১ অক্টোবর শেষ হতে যাচ্ছে এবারের আয়োজন।
–
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।