নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা ১৭ই নভেম্বর রবিবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের আইছা হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন মাকসুদুর রহমান মোমিন। এসময় ফোরাম এর পক্ষ থেকে নব-নির্বাচিত কমিটি ঘোষণা করেন জনাব শাহীন আলম।

সম্মেলনে নাঙ্গলকোট উপজেলার ফ্রান্স প্রবাসীদের একই প্লাটফর্মে নিয়ে এসে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে আগামী ২ বছরের জন্য নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ফ্রান্সের ব্যবসায়ী এম এস ফ্যাশন গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক ও নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিন উদ্দিন রতনকে সভাপতি, ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের প্রসাশনিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ধাফ সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর মুহাম্মদ শাহপরান আহম্মেদ শাকিল কে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে তারেক আজিজ নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্স এর সাবেক আহবায়ক সালাউদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা সাফায়েত হোসেন সাফা , মোহাম্মদ উল্লাহ, কার্যকরী সদস্য এম. এ রাকিব, আনোয়ার হোসেন, অভি রহমান, তারেক আজিজ রাব্বি, ইউসুফ ভূঁইয়া, প্রিন্স সুজন খান, মোহাম্মদ রাসেল ভূঁইয়া, রনি ভূঁইয়া, জাবেদুল ইসলাম, আকাশ প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্স এর সদস্য বৃন্দ আগামী দিনে প্রবাসে থেকে নিজ জম্মভূমি নাঙ্গলকোট উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে অবদান রাখবে। নাঙ্গলকোট উপজেলার প্রায় ৩০-৩৫ ভাগ পরিবার প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। আগামী দিনে প্রবাসীদের সহযোগিতায় নাঙ্গলকোট উপজেলার বেকারদের কর্মসংস্থান, নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করার লক্ষে বিদেশে অবস্থানরত নাঙ্গলকোট উপজেলার প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোট উপজেলা প্রবাসী কল্যাণ ফোরাম গঠন করা হবে। নাঙ্গলকোট উপজেলার প্রবাসীরা পৃথিবীর যে কোন দেশে সমস্যায় পড়লে ওই দেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের সহযোগীতা করা হবে। যেহেতু সংগঠনটি প্রবাসের মাটিতে গঠিত হয়েছে সে ক্ষেত্রে সংগঠনটি প্রবাসীদের কল্যাণে কাজ করবে, পাশাপাশি নাঙ্গলকোট উপজেলায় উন্নয়মূলক কর্মকান্ডে ভূমিকা রাখবে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.