নবকণ্ঠ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে ভাষা না জানার কারণে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিদের শ্রমিকরা। একারণে রেমিট্যান্স বাড়াতে আরবি ভাষা শিক্ষা নেওয়ার ওপর জনমত সৃষ্টি করা দরকার বলে জানিয়েছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।
গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘মধ্যপ্রাচ্য কর্মসংস্থান বৃদ্ধি ও দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো অপরিহার্য’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, এজন্য আমাদের উচিৎ দেশই আরবি ভাষার পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যাবস্তা করা। এটা করা গেলে মানবিক, সামাজিক এবং আর্থিক মর্যাদা বাড়বে এবং দেশে বাড়বে রেমিট্যান্স প্রবাহ।
সেমিনারে সভাপতিত্ব করেন, বাংলাদেশ বিমানের সাবেক উপ-প্রধান প্রকৌশলী মোঃ তামজিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, সেগুলো হলো রেমিট্যান্স, গার্মেন্টস ও গ্রামীণ উন্নয়ন। প্রবাসীদের বলা হয় রেমিট্যান্স যোদ্ধা। সত্যিকার অর্থে তারাই আসল যোদ্ধা। আমরা জাতিগতভাবে স্বাধীনতা লাভ করেছি। তবে অর্থনৈতিকভাবে এখনো স্বাধীনতা অর্জন করতে পারিনি। এজন্য বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব ব্যাংক সহ অন্যদের কাছে কম্প্রোমাইজ করতে হয়েছে। প্রবাসীরা যে বেতনে চাকরি করে তার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ দেশে পাঠান। তারা ওভারটাইম করে বাড়তি আয় করে। বৈদেশিক মুদ্রার পুরোটাই তারা দেশে পাঠায়। প্রবাসীরাই অর্থনৈতিক মুক্তিযোদ্ধা। তাই তারা যেসব দেশে যাবেন সেখানকার ভাষা ও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে পাঠাল প্রবাসী আয়ের রাস্তা আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান নূরুল ইসলাম খলিফা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়ে আরবি বিভাগে চেয়ারম্যান প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার প্রমুখ।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।