নবকণ্ঠ ডেস্কঃ প্রবাসগামী কর্মীদের বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন আর নিতে হবে না। এখন থেকে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন নিয়েই দ্রুত বিদেশে যেতে পারবেন কর্মীরা।
গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যান উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর সময় অনেক ভোগান্তি হয়, অনেক সময় লাগে। তদন্ত করে দেখেছি প্রবাসীরা বিদেশ যেতে চাইলে তিন স্তরে অনুমোদন লাগে। একটা কনসার্ন দূতাবাসের, তারপর মন্ত্রণালয়ের এবং শেষে বিএমইটির।
তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশি লেবার উইংগুলো সঠিকভাবে কাজ করে না। প্রবাসীরা যাতে দ্রুত ও সহজে সেবা পেতে পারেন তার জন্য ফরম পাঠানো হবে দূতাবাসে। প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মিত মনিটর করা হবে যাতে বিদেশগামী কর্মীরা হয়রানির শিকার না হয়।
বিদেশে কর্মী নিয়োগে এখন থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর কোনো অনুমতি না নেয়ার ফলে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেক কমবে বলে আশা করছেন অনেকে। এতে বিদেশযাত্রার প্রক্রিয়ায় কমপক্ষ ১৫ থেকে ৩০ দিন সময় কমে যাবে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবাসী মন্ত্রণালয়ের সচিব মো.রুহুল আমিন, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেলের এমডিসহ উর্ধ্বতন কর্মকর্তারা । প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসী কর্মীদের প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সরাসরি রেমিট্যান্স দেশে পাঠাতে আহবান করেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।