গঠিত হলো ফ্রান্সস্থ নোয়াখালী এসোসিয়েশন

গঠিত হলো ফ্রান্সস্থ নোয়াখালী এসোসিয়েশন

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে অবস্থানরত নোয়াখালী প্রবাসীদের নিয়ে গঠন করা হয়েছে “নোয়াখালী এসোসিয়েশন ইন ফ্রান্স(NAF)”। সোমবার ফ্রান্সের স্থানীয় সময় বিকাল ৫ টায় নবগঠিত “নোয়াখালী এসোসিয়েশন ফ্রান্স “(NAF) এর প্রথম সাধারন সভা অনুষ্ঠিত হয়।

যেকোন সংকটে নোয়াখালীর মানুষের পাশে থাকার ব্রত নিয়ে যাত্রা শুরু করেছে এই এসোসিয়েশনটি। নেয়াখালী এসোসিয়েশন ফ্রান্স”(NAF) উদ্দেশ্য হলো, যেকোন দুর্যোগে, বিপদে-আপদে ফ্রান্সে অবস্থানরত নোয়াখালী জেলার সকল মানুষের পাশে দাঁড়ানো। অসুস্থ হলে চিকিৎসার সহযোগিতা করা, ফ্রান্সে অবস্থানরত নোয়াখালীর প্রবাসী মারা গেলে “নেয়াখালী এসোসিয়েশন ফ্রান্স”(NAF) সহযোগিতায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা।

এছাড়াও ফ্রান্সে অবস্থানরত নোয়াখালী প্রবাসী কর্মবীহিন থাকলে তার কর্ম ব্যবস্থা করা, এবং ফ্রান্সে আইন কানুন নিয়ে সহযোগিতা করা, ফ্রান্সে নোয়াখালীর কেউ নতুন আসলে তাকে সহযোগিতা করা সহ এ জাতীয় সকল কাজে সহযোগিতায় বদ্ধপরিকর থাকার লক্ষ্য ও উদ্দেশ্য এই এসোসিয়েশনের।

ফ্রান্সের বসবাসরত নোয়াখালীর লোকজন দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফসল ছিল এই এসোসিয়েশন। যার পরিপ্রেক্ষিতে গত ০৩ সেপ্টেম্বর প্যারিসের ফুলকলি রেস্টুরেন্টে প্রায় শতাধিক নোয়াখালী প্রবাসীদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সকলের সর্বসম্মত সিদ্ধান্তে দুইটি সিদ্ধান্ত সহ রেজুলেশন পাস হয়। রেজ্যুলেশন মোতাবেক এসোসিয়েশনের নাম “নেয়াখালী এসোসিয়েশন ফ্রান্স” নির্ধারন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নেয়াখালীর ৯টি উপজেলার সকল প্রবাসীদের নিয়ে,সকল প্রবাসীদের মতামতের ভিত্তিতে “নেয়াখালী এসোসিয়েশন ফ্রান্স”(NAF) এর কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় নতুন কমিটি ২০২৪ এর ঘোষনা করেন সংগঠনের উপদেষ্টা জনাব আবাদুল জলিল সামাদ। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব মো বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জনাব ইখলাস হক।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে পদায়িত হয়েছেন, জনাব ইমরান হেসেন ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন, জনাব কফিল আলম রায়হান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ জহির ও সঞ্চালনা করেন, যুগ্ম সাধারন সম্পাদক জনাব ফরহাদ ছৌধুরী চয়ন ও জনাব মেহেদি রনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি জনাব আলম খান, সহ-সভাপতি জনাব হানিফ রাজু, সহ-সভাপতি জনাব আবদুর রহিম আরজু সহ আরো অনেকে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.