নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্স বাংলা এসোসিয়েশন তাদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানী প্যারিসের “বিডি কমিউনিটি হলে” এই ব্যতিক্রমধর্মী ও জমকালো প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ পলাশ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওবায়েদ উল্লাহ জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ফ্রান্স বাংলা এসোসিয়েশনের সদস্যরা এবং অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। তারা এসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণে তাদের অবদান এবং কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়, যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন এবং সংস্কৃতি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে এসোসিয়েশন তাদের অবদানের স্বীকৃতি প্রদান করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজে আরো উৎসাহিত করার প্রয়াস চালায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল মান্নান, কবির আহমেদ, মোহাম্মদ আলী ভুট্টো ও ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন মরিয়ম।
সাংস্কৃতিক পর্বে বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সূদুর ভারত থেকে আগত কাওয়ালী শিল্পীগোষ্ঠী নওশাদ আলী কাওয়া ও তার দল মনোজ্ঞ কাওয়ালী পরিবেশন করেন। এছাড়াও মঞ্চ মাতিয়ে রাখেন বাংলাদেশী ব্যন্ড দল খ্যাপা এর মিষ্টি বিশ্বাস এবং ফ্রান্স প্রবাসী সংগীত শিল্পী মুন্নি খন্দকার।
ফ্রান্স বাংলা এসোসিয়েশনের এই প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একতা ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করেছে। এটি ভবিষ্যতে এসোসিয়েশনের কার্যক্রমকে আরো গতিশীল করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।