শুধু আমেরিকা-ইসরায়েল কেন ইরানকে এত ভয় পায়

শুধু আমেরিকা-ইসরায়েল কেন ইরানকে এত ভয় পায়?

নবকণ্ঠ ডেস্কঃ ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বৃহস্পতিবার (১৩ জুন) এক বিবৃতিতে সংস্থাটি বলে, নাতাঞ্জ ও ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রে আরও বেশি ক্যাসকেড মজুত করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকেই জানতে পেরেছে বলে দাবি আইএইএ’র।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে যে, ইরান তার বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান সবসময়ই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

২০২৪ সালের জুন মাসে, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বৃদ্ধি করেছে, যা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) নিশ্চিত করেছে। ইরান এখন উচ্চ কার্যক্ষম সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্রের জন্য ব্যবহৃত হতে পারে এমন স্তরের কাছাকাছি বলে জানা গেছে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজসহ বিভিন্ন যন্ত্রপাতিকে একত্রে ক্যাসকেড বলা হয়। তবে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যেমন কথা শোনা যাচ্ছে, আসলে তারা ততটাও করছে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মূলত মাঝারি ধরনের তৎপরতা চালাচ্ছে তেহরান।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আইএইএর প্রতিবেদন থেকে একটি বিষয় স্পষ্ট যে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বাড়াচ্ছে ও এর মধ্যে শান্তিপূর্ণ কোনো উদ্দেশ্য নেই।

এ পরিস্থিতিতে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে এবং এর আগেও বেশ কয়েকবার এই স্থাপনাগুলির বিরুদ্ধে সাইবার হামলা এবং সরাসরি আক্রমণ চালিয়েছে।

এমন ঘটনাবলীর প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। ইরানের এই পদক্ষেপগুলো পারমাণবিক অস্ত্র সংক্রান্ত ২০১৫ সালের চুক্তির লঙ্ঘন, যা যুক্তরাষ্ট্র ২০১৮ সালে অমান্য করার পর থেকে কার্যকরভাবে অকার্যকর হয়ে পড়েছে।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.