নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে চালু করা হয়েছে ই-পাসপোর্ট সেবা। রবিবার সকালে প্যারিসে দূতাবাস এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। কার্যক্রমটি পরিচালনা করেন দূতাবাসের হেড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম।
উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের দোর-গোড়ায় সেবা পৌঁছে দিতে মাননীয় প্রধান উপদেষ্টার অঙ্গীকার বাস্তবায়নে ফ্রান্সেবসবাসকারী প্রবাসী ভাই-বোনদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করা হলো। তিনি আশা প্রকাশ করে বলেন, এর ফলে একদিকে যেমন প্রবাসীদের সেবা প্রদান উন্নত এবং সহজতর হবে, অন্যদিকে ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে।তিনি এ কার্যক্রম চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, ই-পাসপোর্ট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম পি এস সি। তিনি তার বক্তব্যে সরকারের ই-পাসপোর্ট কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন জানিয়ে এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
এই সেবাটি চালু হওয়াতে এখন থেকে খুব দ্রুত ও সহজে ফ্রান্স প্রবাসীরা যাতায়াত করতে পারবেন। ই-গেট ব্যবহার করে তারা যাতায়াত করবেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে তাদের ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমে দ্রুত তাদের ইমিগ্রেশন হয়ে যাবে।
উদ্বোধনের পর ই-পাসপোর্ট সিস্টেম ব্যবহার এবং সেবা প্রদানের পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। ই-পাসপোর্ট সেবা গ্রহণ করার সুযোগ পেয়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দূতাবাস ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এর মধ্য দিয়ে ৫০তম দেশ হিসেবে এই সেবার অন্তর্ভূক্ত হলো ফ্রান্স।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।