নবকণ্ঠ ডেস্কঃ ওয়াজের ময়দানে অসংলগ্ন কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন ইসলামি বক্তা মুফতি আমির হামজা। এর আগে ওয়াজের মধ্যে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে জড়িয়ে মন্তব্য করায় এই সমালোচনার মুখে পড়েন তিনি।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। এখানে তিনি নিজেকে মানসিক ও শারিরিকভাবে সুস্থ নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই, যা আমার ওপর করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত বিদ্যুতের শক দেওয়া হয়েছে। এ কারণে অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বের হয়ে আসছে। আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না।
মুফতি আমির হামজা বলেন, আমি শারিরীক ও মানসিক কোনোভাবেই সুস্থ না। অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াতও ক্যান্সেল করতে পারি না। তবে আমি কথা দিচ্ছি, পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব।
প্রসঙ্গত বিতর্কিত ওই আলোচনায় আমির হামজা বলেছিলেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন- ১৫৭ রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ.)।
–191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।