

মোঃ বিলাল উদ্দিনঃ কুয়েত ধর্ম মন্ত্রাণালয় পবিত্র মাহে রমজানে শেষ ১০ দিন গভীর রাতে উন্মুক্ত-৬ টি এলাকায় সালাতুল কিয়াম আদায়ে কড়াকড়ি আরোপ করেছে।
বেশ ফজিলত ও গুরুত্বপূর্ণ নামাজ সালাতুল কিয়াম বা কিয়াম নামাজ হিসাবে পরিচিত তবে সরকার কুয়েতের ৬টি এলাকা হাওয়াল্লি, ময়দান হাওয়াল্লি, সালমিয়া, জিলিব আল শুয়েখ, মাহবুউলা এবং আল নাকরা (النقرة) এলাকার মসজিদ গুলিতে কিয়াম (রমজানের) নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েতের মিনিস্ট্রি অফ ওয়াকফ।
উল্লেখিত এলাকার – মসজিদ গুলোতে উচ্চ ঘনত্ব (লোকজন বেশি হওয়াতে) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ১২টার পর থেকে ৩০মিনিটের মধ্যে নামাজ আদায় করতে মুসল্লীদের অনুরোধ করা হয়েছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।