আজ স্বন্ধ্যা ৭.৩০ মিনিটে উচ্চস্বরে স্পেনে আজান দেয়া হবে। ইতিমধ্যে অনুমুতি দিয়েছে স্পেন সরকার। নিজ নিজ বাসায় থেকে জানালা খুলে এ আজান প্রচার করা হবে।
করোনা থেকে মুক্তি পেতে এমন উদ্যোগ। স্পেন এর বাংলাদেশি কমিউনিটি নেতা স্পেন মসজিদ কমিউনিটির সভাপতি খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আহ্বান জানান মাগরিব এর নামাজের পর পর সবাই নিজ নিজ অবস্থান থেকে জানালা খুলে উচ্চস্বরে আজান প্রচার করার জন্য। মূলত আল্লাহর সন্তুষ্টি আদায়ের উদ্দেশ্যেই আজান প্রচার করা হবে। তার সাথে স্পেনের সকল ডাক্তার নার্স এবং পুলিশ ও আর্মির প্রতি সমর্থন এবং গভীর ভালোবাসা প্রকাশ ও করা হবে আজানের মাধ্যমে।
Mashallah
Mashallah