ফিনল্যান্ডে শান্তিপূর্নভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফিনল্যান্ডে শান্তিপূর্নভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নবকণ্ঠ ডেস্কঃ ফিনল্যান্ড বিএনপির উদ্যোগে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। গত রবিবার ১০ ই নভেম্বর হেলসিংকির কিভিক্কো মিলনায়তনে বিকেল ৪ টায় এ আয়োজন সম্পন্ন হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে একটি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

এতে সভাপতিত্ব করেন ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনি, সমাবেশ পরিচালনা ও সঞ্চালনায় যৌথভাবে দায়িত্ব পালন করেন, দলটির সাধারণ সম্পাদক জামান সরকার ও সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী। এসময় সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়। এসময় কোরআন তেলায়াত করেন, দলটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম। এতে প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ারি যুক্ত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডামি ভোট, ভোটারবিহীন ভোট কিংবা ভোট ডাকাতির মাধ্যমে পতিত স্বৈরাচারী সরকার দেশের মানুষের প্রতিটি গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। জুলাই-আগস্ট গণবিপ্লবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নেতৃত্ব না দিলে হয়তো আমরা এই স্বাধীনতা পেতাম না। গত ১৬ বছরের আওয়ামী সরকার যেভাবে এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন-নিপীড়ন-অত্যাচার ও হত্যা-গুম-খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে।

দলটির সহ সভাপতি তাপস খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী ও সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম এর সার্বিক ব্যাবস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মো. আবদুর রশিদ, উপদেষ্টা প্রদীপ কুমার সাহা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জহিরুল আলম নজরুল, ফয়েজ আহাম্মেদ, সহসভাপতি এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, মাসুদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিউ, মো. আনিসুর রহমান, অঞ্জন হাওলাদার, হামিদুল ইসলাম, মো. আল ইমরান, গিয়াস উদ্দিন আহমেদ, লিটন দেওয়ান, সালমান শিহাব, মহসিন আলম, হোসাইন রিফাত আরমান, রাফাত ঢালী, আবু নোমান, দবির হোসেন, রুমী আক্তার আলী, জেসমিন স্মৃতি, সুপ্তি ভূঁইয়া আফসানা আলম, খাদিজা পারভীন, সুরাইয়া হাসান, সিমু খান, সুচনা খাতুন, আসমা আকতার গাজী, সৌরভী রহমান, কেয়া আলী, লিপি আক্তার, বেলী রহমান, সাদিয়া টুম্পা, তামান্না পিয়সী, আরিফুল ইসলাম, মো. জাকির আলম, সাফাত ঢালী, মাজহারুল ইসলাম, রাশাদ ঢালী, রাথিন আহমেদ কর্ণেল, হালিম শেখ, মো. রকিবুল ইসলাম রুবেল, ইমরান আলম, মো. রাহান আলম, মো. লিয়াকত আলী কিরন, আবদুল্লাহ আল মাসুদ, আবুল কালাম আজাদ, মো. হাসিব উদ্দিন, আজগর আলী, মো. আল আমিন প্রমুখ।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.