

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি ফেরদৌস করিম আখন্জী সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ক্যাথসীমার স্থানীয় একটি রেস্টুরেন্টে ভারপ্রাপ্ত সভাপতি নজমুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন মামুনের পরিচালনায় ক্লাবের সাধারণ সভায় উপস্হিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আবু তাহির ।
৩১ সদস্যের কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি নয়ন মামুন, নজমূল কবির, আবদুল আজিজ সেলিম, সেলিম চৌধুরী ,জ্যৈষ্ঠ যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, এএমসি রুমেল, মিজানুর রহমান,নুরুল আলম মাসুম সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,সাংস্কৃতিক সম্পাদক মুনমুন আক্তার, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, সহকোষাধ্যক্ষ অপু চৌধুরী, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সহ দপ্তর সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, , প্রচার সম্পাদক এস আই তানজু চৌধুরী, সহপ্রচার সম্পাদক মাসুদ আহমেদ, ক্রীড়া সম্পাদক শিকদার ইমরান, সহক্রীড়া সম্পাদক কাওসার আহমেদ, সমাজ কল্যান সম্পাদক জামিল আবেদ নির্বাহী সদস্য ফারুক নেওয়াজ খান, আবু তাহির, শামসুল ইসলাম, নিয়াজুদ্দীন চৌধুরী হীরা ,আল মামুন,নুরুল্লাহ ,আজিজুর রহমান, মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।