প্রসঙ্গ: প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে পাঠানোর মানবিক গণআন্দোলন

শরিফ আহমদ সৈকত

সাবস্ক্রাইব করুন আমাদের youtube channel

sarif ahmed soikot
মানবিক দায়িত্ববোধ ও প্রবাসীদের অধিকারের যৌক্তিক-ন্যায়সঙ্গত কারণেই আজ উপরোল্লেখিত বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের গণদাবীর পক্ষে তীব্র গণআন্দোলন গড়ে উঠেছে বাংলাদেশী অধ্যুষিত দেশগুলিতে। যারা সরকারী ব্যবস্থাপনায় বিদেশে যাচ্ছেন চাকুরী নিয়ে, তাদের মৃতদেহ দেশে পাঠানোর দ্বায় যেমন সরকারের- ঠিক তেমনি নিজ নিজ খরচে অন্যান্য বিভিন্ন উপায়ে যারা বিদেশে গিয়ে কাজ করে দেশের অর্থনীতিকে সুস্থ্য রাখতে ভুমিকা রাখছেন তাদের মৃতদেহও দেশে পাঠানোর দ্বায় যুক্তিসঙ্গতভাবেই সরকারের, কেননা সকলেই দেশের জন্য ভুমিকা রাখছেন। এ ব্যাপারে বিভিন্ন দেশে জনগনকে সরাসরি সম্পৃক্ত করে সকল সংগঠনের (মিডিয়াগুলি সহ) নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের জন্য আন্তরিকভাবে কাজ করার কোনো বিকল্প নাই। রাজনৈতিক বা ধর্মীয় বা অন্য কোনো ইস্যুতে সংগঠন বা কম্যুনিটির ব্যক্তিদের মধ্যে মতপার্থক্য থাকলেও এই অতি মানবিক বিষয়ে সকলেই একমত বলে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচী নিয়ে কাজ করা হচ্ছে – একক সংগঠন ভিত্তিক, কখনো কয়েকটি সংগঠন যৌথভাবে এবং আবার সকল সংগঠনকে একত্রে অংশগ্রহনের আহ্বান জানিয়ে সর্বোচ্চ সংখ্যক সংগঠনের অংশগ্রহনের ভিত্তিতে। তবে দেশে দেশে রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে সকল মতানৈক্যের উর্ধ্বে উঠে আন্তরিকভাবে প্রতিষ্ঠিত ঐক্যই এই আন্দোলনকে অনিবার্যভাবে লক্ষ্যে নিয়ে যেতে পারে, কেননা দুঃখজনক হলেও অপ্রিয় সত্য যে – দেশে এবং বিদেশে আমরা রাজনৈতিক বিভিন্ন ইস্যুতেই বিভক্ত। তাই এই ইস্যুতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা অনিবার্য, যার কোনো বিকল্প নাই। তাই বৃহত্তর গণঐক্য প্রতিষ্ঠা করে সকলকে এক প্লাটফর্মে আনার জন্য এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ও অন্যান্য সকলের উচিত অতীতের সকল বিভেদ ভুলে মানবিক ভিত্তির উপর দাঁড়িয়ে আরো গণমুখী কর্মসূচী নিয়ে জনগনকে আরো বেশী সম্পৃক্ত করা। আরো বেশী সাধারণ জনগনকে সচেতন করা, তাদের মতামত বা পরামর্শ নেয়া এবং তাদের পরামর্শ ও মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করা। এই ইস্যুকে ভিত্তি করে অনুষ্ঠিত সভাগুলিতে অর্জিত অগ্রগতি সম্পর্কে আলোচনার মূল কথাগুলি ও পরবর্তিতে করণীয় সম্পর্কে তথ্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তা জনগনকে জানিয়ে দেয়া খুবই জরুরী। কেননা সাধারণ জনগনই যে কোনো আন্দোলনের প্রাণ। একজন খুব সাধারণ প্রবাসী হিসেবে আমি এই দাবী আদায়ের আন্দোলনে সকলের সাথে একাত্বতা প্রকাশ করছি এবং অতি দ্রুত আমাদের আন্দোলনের সার্বিক সফলতা মনে-প্রাণে কামনা করছি –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.