নবকণ্ঠ ডেস্কঃ সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোকাকোলার বোতল সরিয়ে রাখার কথা মনে আছে নিশ্চয়। রোনালদোর ওই কাণ্ডে হু-হু করে নেমে গিয়েছিল পণ্যটির শেয়ারের দাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজা।
এদিন তিনি সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে বোমের জন্য নির্ধারিত জায়গার দুই পাশে দুটি কোকাকোলার বোতল দেখতে পান তিনি। অবশ্য কোকাকোলা বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল স্পন্সর হওয়ায় এখানে থাকাটাই স্বাভাবিক। তবে বিষয়টি রাজার দৃষ্টি গোছর হলে তিনি নিজ হাতে বোতল দুটি ক্যামেরা ফ্রেমের বাইরে সরিয়ে রাখেন। পুরো সংবাদ সম্মেলনে বোতল দুটি আর ক্যামেরা ফ্রেমে দেখতে পাওয়া যায় নি।
আরও পড়ুনঃ বিক্রি বেড়েছে মোজোর, কমছে কোকাকোলার
আরও পড়ুনঃ কেএফসি ডুবিয়ে বয়কট এর শক্তি দেখিয়ে দিল মালয়েশিয়া
গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও কোকাকোলা বয়কট করছে অনেকে। ধারণা করা হচ্ছে, বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা। অবশ্য এ নিয়ে কিছু বলেননি তিনি।
এর আগে, কোকাকোলা বর্জন করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ধস নামিয়ে দিয়েছিলেন ওই পণ্যের শেয়ারে। অবশ্য পর্তুগিজ তারকা এমন কাণ্ড ঘটিয়েছিলেন কোমল পানীয়তে স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে।
সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে খেললেও তার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে। দেশটির হয়ে ক্রিকেট খেলার সুযোগ না পেয়ে একসময় পাড়ি জমান জিম্বাবুয়েতে। এরপর থেকে দেশটির হয়েই খেলছেন তিনি। বর্তমানে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কও তিনি।বর্তমানে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন রাজা।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।