নবকণ্ঠ ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে একটি ভুয়া সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। ভারতের একটি সরকারী সাইট সহ কিছু ব্যক্তিগত সাইট থেকে প্রচারিত ওই ভুয়া সংবাদে দাবি করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। বাস্তবে এমন কোনো সিদ্ধান্ত আমিরাত সরকার নেয়নি। একটি গোষ্ঠী সচেতনভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভুয়া সংবাদের তথ্যানুযায়ী, বাংলাদেশসহ আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডাকে নাকি নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এমনকি শ্রমিক, পর্যটক ও ব্যবসায়িক ভিসায়ও নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে গুজবে প্রচার করা হচ্ছে। অথচ সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে-বিদেশে একটি সংগঠিত চক্র ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য প্রচার করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে জনমনে অস্থিরতা সৃষ্টি, সরকারকে বিব্রত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করা। এ ধরনের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। ব্যক্তিগত সাইটগুলোর অতীত ইতিহাস বলছে এগুলো পরিচালিত হচ্ছে পাশের দেশের নাগরিকদের দ্বারা। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এতে তাদের সরকারী ওয়েবসাইটের অংশগ্রহন। এবং এটিকে একটি শত্রুতা মূলক আচরণ মনে করছেন অনেকেই।
ইউএই তে নিযুক্ত রাষ্ট্রদূতও এ বিষয়ে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছেন এ সংবাদ টি ভুয়া ও উদ্দেশ্য প্রনোদিত।
সূত্র মতে, এসব ভুয়া খবরের মাধ্যমে চক্রটি বিদেশে কর্মসংস্থানের বাজারে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান দুর্বল করারও অপচেষ্টা চলছে। বাস্তবে সংযুক্ত আরব আমিরাতসহ কোনো দেশ বাংলাদেশের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করেনি।
সচেতন মহল মনে করে, “দেশে ভুয়া সংবাদ ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে একটি দেশী ও বিদেশী গ্রুপ।” এই গোষ্ঠী মিথ্যা তথ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের জনগণের মাঝে অনিশ্চয়তা তৈরি করতে চায়। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং বিদেশে বাংলাদেশি শ্রমবাজারের অবস্থান দুর্বল করা তাদের প্রধান লক্ষ্য।
প্রসঙ্গত, ভুয়া তথ্যের অপপ্রচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে গণমাধ্যম ও সাধারণ জনগণকে একযোগে সতর্ক থাকতে হবে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।