নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর হিসেবে পরিচিত ট্যাপ টেনিস টুর্নামেন্টের সিজন-২ এর ফাইনাল ম্যাচ আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্যারিসের উপকণ্ঠে ববিনি মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।
গত রবিবার অনুষ্ঠিত সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নিয়েছে সিলেট ফাইটার্স ও চ্যাম্পিয়ন চ্যাজার্স। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী রবিবার সকাল ১১টায় দুই দলের মধ্যে হবে প্রতীক্ষিত ফাইনাল লড়াই।
এবারের টুর্নামেন্টে সহযোগিতা করেছে বিডি মুবিলিয়েখ, অমি ভয়াজ, ফ্রেশ ফুড ফ্রান্স, অটো ইকোলের, মনডিয়াল ট্রাভেলস, ফুড সিটি এবং পোশাক ব্র্যান্ড স্বদেশী।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুক রহমান, এমডি মাসুদ ও হাসান মাসুদের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফাইনাল ম্যাচে সকল ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।.