নবকণ্ঠ ডেস্ক: প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে থাকা প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
গত বুধবার ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং সঞ্চালনা করেন দূতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবাসী নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন বিশ্বজুড়ে একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হিসেবে বিবেচিত। এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের অভিজ্ঞতা নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও আলাপ চলছে। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।.