নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির মত্স্য বিষয়ক সম্পাদক জালাল খান আর নেই। তিনি গতকাল সিলেটের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ফ্রান্সে বসবাসকারী জালাল খান ছিলেন বাংলাদেশি কমিউনিটির একজন নিবেদিতপ্রাণ নেতা। তার মৃত্যুতে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় জালাল খানের অবদান স্মরণ করে তার রূহের মাগফেরাত কামনা করেন। এছাড়া সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও ফ্রান্স বিএনপির নেতারাও গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।