নবকণ্ঠ ডেস্ক: দীর্ঘ এক যুগ পর ফ্রান্সে জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা আব্দুল মালেক। সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক হয়েছেন নাসিম আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লায়েক আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম ছায়েম।
দীর্ঘ প্রতীক্ষার পর ফ্রান্সে যুবদলের নেতৃত্ব কাঠামো গঠিত হওয়ায় প্রবাসী বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নতুন কমিটি ফ্রান্সে দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির নেতারা কেন্দ্রীয় যুবদলসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা ফ্রান্সে বিএনপির প্রচার-প্রসারে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।.