নবকণ্ঠ ডেস্ক: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ফ্রান্সে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটে।
এ বছর প্যারিসে মোট ২৪টি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজের বিশেষ আয়োজন। আয়োজনের বর্ণাঢ্যতা ও অংশগ্রহণের উৎসাহে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পূজার্থীরা জানান, মা দুর্গা তাদের মাঝে আগমন করেছিলেন—তাই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্তু বিসর্জনের এই মুহূর্তে মা চলে যাচ্ছেন, সেই বিদায়ের বেদনায় মন ভারাক্রান্ত। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছরে মা দুর্গা আবারও আসবেন সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে।
এবারের দুর্গাপূজায় প্যারিসের মণ্ডপগুলোতে ভিড় ছিল উপচে পড়া। প্রবাসী রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজকদের উৎসাহ দেন।
নিউজের © সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।