নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক হিসেবে বাইক ও ট্যাক্সিচালক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে দেশটির দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ৯০০ দক্ষ বাংলাদেশি গাড়ি চালক নিতে আগ্রহী। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে আরব আমিরাতের চলমান গাড়িচালক সংকট দূর করা এবং বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর আরব আমিরাত সফরকালে মোটরযান চালক নিয়োগের বিষয়ে ইঙ্গিত দেয় আরটিএ। তিনি বলেন, “এই নিয়োগ প্রক্রিয়া আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে এবং আমাদের দক্ষ কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করবে।”
এই বিষয়ে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আব্দুস সালাম জানান, প্রতিমন্ত্রী সফরকালে দুবাইয়ের একটি হোটেলে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিকারক শীর্ষ ১৬ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ থেকে দুবাইয়ে বাইক ও ট্যাক্সিচালক নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আরটিএ।
তিনি জানান, ইতোমধ্যে ৯০০ কর্মীর ডিমান্ড লেটার হাতে পেয়েছে তারা। তবে এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর বেশ জোর দিচ্ছে আরটিএ।
যারা এই সুযোগ নিতে আগ্রহী, তাদের স্থানীয় কর্মসংস্থান অফিস বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে। বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে জানানো হবে।
এই নিয়োগ প্রক্রিয়া দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।