এন আই মাহমুদঃ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রান্সের প্রথম জনপ্রিয় বাংলা সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টাল ‘নবকণ্ঠ’র দশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত মিলনমেলা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
গতকাল রোববার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ লা কর্নভের এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এক দশকে পদার্পণের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবকণ্ঠ সম্পাদক আবু তাহির, সঞ্চালনায় ছিলেন ওমর ফারুক ও তানিয়া রহমান।

এসময় ফ্রান্স কমিউনিটিতে বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম তার বক্তব্যে নবকণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “নবকণ্ঠ ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির শুরু থেকে একে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দীর্ঘ দশ বছরে বিশেষ অবদান রেখেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে শুরু থেকেই জনপ্রিয়তার দিক থেকে প্রথম স্থান ধরে রেখেছে।” তিনি আগামীতে নবকণ্ঠকে পেশাদারিত্বের মাধ্যমে সংবাদ প্রকাশ করে ফ্রান্স-বাংলাদেশ কমিউনিটির কল্যাণ সাধনে কাজ করে যাওয়ার আহবান জানান।
ফ্রান্স বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া বলেন, “নবকণ্ঠ শুধু দশ বছর নয় শত বছর পার করুক কমিউনিটির উন্নয়নে।” উচ্ছাস প্রকাশ করে তিনি, সামনের দিকে নবকণ্ঠ আপন মহিমায় আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
গার দ্যো লা গনেশের কনসাই মিনুসিপাল কর্মকর্তা গিলবার্ড নবকণ্ঠের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি ব্যক্তিত্বদের পুরুষ্কৃত করার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। ফ্রান্সের সার্বিক উন্নয়নে কমিউনিটির সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান এই ফরাসি কর্মকর্তা।
বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, এনটিভির ব্যুরো প্রধান নয়ন মামুন, বীর মুক্তিযোদ্ধা তাসলিম হেলাল ও বিশিষ্ট সাংস্কৃতিক-ক্রীড়া ব্যক্তিবর্গ।
এসময় ফ্রান্স কমিউনিটিতে বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে সাংবাদিক নয়ন মামুনের পরিচালনায় ফ্রান্সের জনপ্রিয় শিল্পী শিউলি গিয়াস, মুন্নী খন্দকার, শিল্পী, শর্মী ও শ্রেয়ার পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।