নবকণ্ঠ কমিউনিটি কাপ: ফাইনালে সিলেট ফাইটার্সের প্রতিপক্ষ হবে কে?

নবকণ্ঠ কমিউনিটি কাপ: ফাইনালে সিলেট ফাইটার্সের প্রতিপক্ষ হবে কে?

নবকণ্ঠ কমিউনিটি কাপ: ফাইনালে সিলেট ফাইটার্সের প্রতিপক্ষ হবে কে?
নবকণ্ঠ কমিউনিটি কাপ: ফাইনালে সিলেট ফাইটার্সের প্রতিপক্ষ হবে কে?

নবকণ্ঠ ডেস্কঃ আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নবকন্ঠ কমিউনিটি কাপ ২০২৩ এর ফাইনাল। গত রোববার অনুষ্ঠিত হয়ে গেছে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। এতে ৬৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উত্তির্ন হয়েছে সিলেট ফাইটার্স সিসিপি।

টচে জিতে সিলেট ফাইটার্স প্রথমে ব্যট করতে নেমে শিমুর ৪৯, হিমেল ৩৬ এবং ফখরুলের হার নামা ৯৭ রানের উপর বর করে ২২৬রানের বিশাল টার্গেট দেয় ইলেভেন ওয়ারিয়র্স কে।

দ্বিতীয় ইনিংসে মুনিম, শাহিদ, হিমেল এর দুর্দান্ত বলিং পারফরম্যান্সে ১৫৮ রানে অল আউট করে ইলেভেন ওয়ারিয়র্স কে। দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ম্যাচ সেরা খেতাব অর্জন করেন ফখরুল ইসলাম।

প্রথম সেমিফাইনাল খেলার দিন মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বিডি ফারনিচার এর চেয়ারম্যান মাসুদ মিয়া, নবকণ্ঠ সম্পাদক আবু তাহির, সিলেট ফাইটার্স এর ক্যাপটেন আদনান আহমেদ এবং ইলেভেন ওয়ারিয়র্স এর ক্যাপটেন হাসান।

১০ সেপ্টেম্বর ১০ টায় ও দুপুর ১২ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যথাক্রমে দ্বিতীয় সেমি-ফাইনাল ও ফাইনাল। ফাইনালের মাঠে সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের বিপরীতে কে নামবে মাঠে তা দ্বিতীয় সেমি-ফাইনালেই নির্ধারিত হবে, যেখানে মুখোমুখি হবেন ক্র্যাক প্লাটুন ও এফসি প্যারিস ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা। এদের মধ্যে বিজয়ী দল দুপুর ১২ টায় সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে।

টুর্নামেন্ট ফাইনাল এ কোন দল খেলবে ও জিতে নেবে শিরোপা তা নিয়ে কমিউনিটিতে চলছে টান-টান উত্তেজনা। চলছে নানা হিসাব নিকাশ ও গুঞ্জন। তবে একদিকে যেমন পারফর্মেন্স এর বিকল্প নেই, তেমন ক্রিকেট অঘটন-ঘটনের খেলা। তাই কে নেবে শিরোপা তা শেষ বল পর্যন্ত বলার উপায় নেই বলে মন্তব্য করছেন ক্রিড়ামোদীদের বেশীরভাগ।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.