টানা দ্বিতীয়বারের মতো নবকণ্ঠ ক্রিকেট চ্যাম্পিয়ন সিলেট ফাইটার্স

টানা দ্বিতীয়বারের মতো নবকণ্ঠ ক্রিকেট চ্যাম্পিয়ন সিলেট ফাইটার্স

টানা দ্বিতীয়বারের মতো নবকণ্ঠ ক্রিকেট চ্যাম্পিয়ন সিলেট ফাইটার্স
টানা দ্বিতীয়বারের মতো নবকণ্ঠ ক্রিকেট চ্যাম্পিয়ন সিলেট ফাইটার্স

নবকণ্ঠ ডেস্কঃ প্রতিবছরের মত এবারও ইউরোপের জনপ্রিয় নিউজ পোর্টাল নবকন্ঠ এর উদ্যোগে নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়। অবারভিলা’র একটি মাঠে ১৬ টি দলের অংশগ্রহনে আয়োজিত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রায় ২ মাস ব্যাপী এ টুর্নামেন্টের শেষে ফাইনালে ক্র্যাক প্লাটুন টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট ফাইটার্স। সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন আদনানের দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি অর্জন করে নেয় তার দল। আদনান সেঞ্চুরি করার কারণে নির্ধারিত ১৫ ওভারে অর্জিত হয় ২৫৭ রান।

বিশাল টার্গেট নিয়ে জবাবে ব্যাট করতে নামে ক্র্যাক প্লাটুন। তবে সিলেট ফাইটার্সের দুর্দান্ত বোলিং এ প্রথম থেকেই বিধ্বস্ত হতে থাকে। অবশেষে ১৩৭ রানে ক্রাক প্লাটুন অলআউট হয়ে যায়।

নবকণ্ঠ সম্পাদক আবু তাহির এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)। শাহ গ্রুপের পরিবেশনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরষ্কার হাস্তান্তরের সময় সাত্তার আলী সুমন নবকণ্ঠের আয়োজনে এ টুর্নামেন্টের প্রশংসা করে বলেন, নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে কমিউনিটির তরুন সমাজকে উচ্ছল রাখতে নবকণ্ঠ দারুন অবদনা রেখে চলেছে। ক্রীড়াঙ্গনের আনন্দ ছড়িয়ে দিয়ে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। নিয়মিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সহ ক্রিকেটারদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করার সময় এটি। খেলাধুলার আয়োজনে ব্যবসায়ী সমাজের এগিয়ে আসার গুরুত্বও তুলে ধরেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন এনএস ডেকো মোব এর স্বত্বাধিকারী হেলাল আহমেদ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি লুৎফুর রহমান বাবু সহ কমিউনিটি নেতৃবৃন্দ। এবারের টুর্নামেন্টের স্পন্সর সহযোগিতায় ছিল আইসা, বিডি মোবিলিয়া, এনএস ডেকো মোব সহ আরো কয়েকটি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান।

-4211

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.